মলয় দে: বজ্রবিদ্যুৎসহ ব্যাপক ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া নদীয়া জেলার বেশকিছু অংশে।পশ্চিম বর্ধমান জেলায় হালকা বজ্রবৃষ্টি শুরু হয়েছে, যা পরে বাড়তে পারে।
বজ্রগর্ভ মেঘের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী ১ – ৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি আরো বাড়তে পারে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। এই সমস্ত জেলার কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি-বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া ,পশ্চিম মেদিনীপুর, হুগলী, উত্তর ২৪ পরগণা ও আশপাশের জেলার কোনো কোনো জায়গায় আজ রাতের মধ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে।
বজ্রগর্ভ মেঘের বর্তমান যা পরিস্থিতি রয়েছে তাতে আজ রাতে দক্ষিণবঙ্গের কমবেশি প্রায় সব জেলাতেই এর প্রভাব পড়তে পারে। প্রভাব বলতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি। কোনো কোনো জায়গায় ব্যাপক ঝড়বৃষ্টিও হতে পারে। আকাশে বিদ্যুৎ ঝলকানি ও বজ্রপাতের শব্দ শুনলে সতর্ক হয়ে যান।
তারকেশ্বরে ঝড়ের সর্বোচ্চ গতি রেকর্ড হয়েছে ঘন্টায় প্রায় ৮০ কিমি। এছাড়া দুর্গাপুর, খড়গপুর, আমতা, কল্যানী ও উলুবেড়িয়ায় ঝড়ের গতি রেকর্ড হয়েছে ঘন্টায় ৩৫ – ৫৫ কিমি। উল্লেখ করার মতন বৃষ্টিপাতের রেকর্ড এখনো পাওয়া যায়নি।