মলয় দে নদীয়া :-গতকাল নদীয়া জেলার রানাঘাটে লক ডাউন এর জন্য লোক সমাগম ও দোকান বন্ধ , তাই এই দিনটি কাজে লাগিয়ে বিভিন্ন বাজার এ স্যানিটাইজ করা হলো কিনা ! মাছ বাজার গুলির লাগোয়া ড্রেনের জল বহির্গমনের পথ আছে কিনা! এমনকি খাদ্যদ্রব্য রাখার ঝুড়ি বা বিভিন্ন পাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন কিনা তা খতিয়ে দেখেন মহকুমা শাসক হরসিমরান সিং । মহকুমা শাসকের সাথে বাজার পরিদর্শনে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক তারাও বাজার ঘুরে দেখেন কোথাও আবর্জনা কিংবা জল নিকাশি ব্যবস্থা ঠিক আছে নাকি তা খতিয়ে দেখেন পাশাপাশি করোনা সংক্রমণ ও ডেঙ্গু প্রতিরোধ করতে আরও বেশী পদক্ষেপ নেওয়ার ক্ষত্রে আলোচনা করেন নিজেদের মধ্যে। প্রতিদিন হাজারে হাজারে ক্রেতা সাধারনের ভীড় উপচে পড়ে। তার আগে এ ধরনের পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল।