দেবু সিংহ ,মালদা: জন্ম এবং মৃত্যুর শংসাপত্র পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বীতশ্রদ্ধ হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একশোরও বেশি উপভোক্তা। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রায়ত হওয়ার পরেই সরকারিভাবে বন্ধ ছিল এদিনের শংসাপত্র দেওয়ার কাজ। কিন্তু সে কথা উপভোক্তাদের জানানো হয়নি বলে অভিযোগ। তারই জেরে এদিন সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে মেডিকেল কলেজের সুপারের অফিস সংলগ্ন শংসাপত্র বিভাগে। তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করার পর যখন উপভোক্তারা জানতে পারেন এদিন সরকারি ছুটি রয়েছে। তাই শংসাপত্র দেওয়া হবে না। এতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে অপেক্ষারত ওই সব মানুষদের মধ্যে । এরপরই তারা বৃষ্টির মধ্যেই মেডিকেল কলেজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় প্রায় আড়াই ঘণ্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান। পরেই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বুধবার সরকারি নিয়ম মেনেই শংসাপত্র দেওয়ার কথা জানানো হয়। এরপরই বিক্ষোভ অবরোধ তুলে নেওয়া হয়।
এদিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এলাকা থেকে এসেছিলেন রহিম শেখ এবং তার স্ত্রী সাবিনা বিবি। তাঁরা বলেন , মালদা মেডিকেল কলেজে আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছিল। মাসখানেক পর আজকে আমাদের ছেলের জন্মের শংসাপত্র দেওয়ার কথা ছিল । সেই মতোই এদিন শংসাপত্র নিতেই লাইনে দাঁড়িয়ে ছিলাম । সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। অফিস খোলে নি। সকাল এগারোটা নাগাদ জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত হওয়ার কারণে আজকে সরকারি ছুটি । অফিস খুলবে না । তারপরই লাইনে দাঁড়িয়ে থাকা অসংখ্য উপভোক্তারা বিক্ষোভ দেখিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন।
এদিন লাইনে অপেক্ষারত জন্ম এবং মৃত্যু শংসাপত্র নিতে আসা উপভোক্তাদের অভিযোগ, সরকারি ছুটি যখন ঘোষণা হয়েছে, তাহলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শংসাপত্র বিলি অফিসের সামনে নোটিশ টানিয়ে একথা জানালো না কেন। অযথা দূর-দূরান্ত থেকে এসে মানুষকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং দুর্ভোগ পোহাতে হয়েছে। তিন থেকে চার ঘণ্টা পর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় এদিন শংসাপত্র দেয়া হবে না। এতেই ক্ষোভ আছড়ে পরে অপেক্ষারত মানুষদের মধ্যে। তারই জেরে মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
এদিনের ঘণ্টাখানেকের বিক্ষোভ এবং অবরোধের জেরে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় সড়কে ব্যাপক যানজট বেঁধে যায়। অবরুদ্ধ হয়ে থাকে প্রচুর যানবাহন । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মেডিক্যাল কলেজের কর্তারা। তাদের আশ্বাসে পরে অবরোধ উঠে যায়।
মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: অমিত দাঁ জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত হওয়ার পর সোমবারই সরকারি ছুটি ঘোষণা হয়েছে । হয়তো অনেকেই না জেনে এদিন এসেছিলেন শংসাপত্র নিতে । তাদেরকে আমরা বুঝিয়েছি। কিন্তু হঠাৎ করে ওদের একাংশ এই বিক্ষোভ, অবরোধ করেছে । বুধবার থেকে আবার সরকারি নিয়ম মেনে জন্ম-মৃত্যু শংসাপত্র বিলি করা হবে তা জানিয়ে দেওয়া হয়েছে ।