ঝড় বৃষ্টিতে ঘরবাড়ি ডুবে যাওয়া অসহায় দুস্থ পরিবারের আহারের ব্যবস্থা করলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মণ্ডল

Social

দেবু সিংহ, মালদা:- ইয়াস এর প্রভাবে তুমুল ঝড় বৃষ্টিতে ঘরবাড়ি ডুবে যাওয়া অসহায় দুস্থ পরিবারের মধ্যে রবিবার দুপুরের আহারের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করলো মালদার বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মণ্ডল।

এদিন মালদা শহরের তেলিপুকুর, ডগ পুকুর, ঘোড়াপীর মুসাহর পাড়া, ঘোড়াপীর সহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খিচুড়ি তরকারি বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, তাদের এই কর্মসূচি চলবে সপ্তাহখানেক ধরে। খিচুড়ি তরকারি বিতরণ করা চলছে, আগামী দিনে ডিম ভাত, মাছ ভাত, কোনদিনও বা মাংস ভাতের ব্যবস্থা করা হবে।

একদিকে লকডাউন তার ওপরে ইয়াস এর প্রভাবে যে জনজীবন বিপন্ন এই পরিস্থিতির মধ্যে যে অবস্থা তাতে দুপুরের আহার পেয়ে খুশি দুস্থ পরিবার গুলি।

Leave a Reply