মলয় দে, নদীয়া :-অত্যন্ত গতির সাথে গঙ্গা ভাঙ্গন অব্যাহত নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগর এলাকার ভাগীরথীর তীরে।
প্রসঙ্গত বর্ষা ঢোকার আগে থেকেই শান্তিপুরের চৌধুরীপাড়া, টেংরিডাঙ্গা নৃসিংহপুর, বয়রা, এই সমস্ত এলাকার বিঘা বিঘা চাষের জমি তলিয়ে গেছে গঙ্গাবক্ষে। একইভাবে শুক্রবার সন্ধ্যে নামার আগেই ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগর এলাকার ভাগীরথীর তীরে বিঘা বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে যায়। যে কারণে এলাকার সাধারণ মানুষ খুবই আতঙ্কিত। কেউ কেউ আবার আগে থেকেই ঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন।
বেশিরভাগই পরিবার দাবি করে, গঙ্গা ভাঙ্গন যেভাবে শুরু হয়েছে কখন যে কি হয় বলা যাচ্ছে না। বাড়ির মহিলারা জানান একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে পরিবার প্রধান কর্মহীন ছোট ছোট বাচ্চা নিয়ে ভিটেমাটি ছেড়ে কোথায় যে যাবো!
এখানে বেশিরভাগই সাধারণ মানুষ চাষের উপরে নির্ভরশীল। গঙ্গা ভাঙ্গনে যেভাবে চাষের জমি গুলি জলে তলিয়ে যাচ্ছে এখন যদি তা প্রতিরোধ না করা যায় তাহলে হয়তো ভিটেমাটি টুকুও থাকবেনা। সর্বস্বান্ত হবে সকলেই, প্রশাসন যদি এর তৎপরতার সাথে ব্যবস্থা না নেয় আগামী কয়েকদিনের মধ্যে গঙ্গাবক্ষে তলিয়ে যাবে গোটা এলাকা।