গনেশ চতুর্দশী, মহারাষ্ট্র নয় গতবারের তুলনায় কম হলেও নদীয়াতে চলছে প্রস্তুতি

Social

মলয় দে, নদীয়া :-রাত পোহালেই গণেশ চতুর্থী মূলত বাঙ্গালীদের যেমন প্রধান উৎসব দুর্গাপূজো, মুসলিম সম্প্রদায় মানুষদের যেমন প্রধান উৎসব ঈদ,ঠিক তেমনি মারাঠি দের মহারাষ্ট্রের প্রধান উৎসব গনেশ পূজা। তবে শুধু মহারাষ্ট্রেই নয় রাজ্যের বিভিন্ন জায়গায় এখন এই গণেশ চতুর্থীতে পূজিত হয় গনেশ প্রতিমা বাদ নয় নদীয়ার শান্তিপুরও। গতকাল সকাল থেকেই গণেশ মূর্তি তৈরির ব্যস্ততা লক্ষ্য করা গেলেও কুমোরটুলিতে। শুক্রবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় কুমোরটুলিতে নিম্নচাপের জেরে আগুন দিয়ে ঠাকুরের রং শুকানোর কাজ করছেন মৃৎশিল্পীরা। নিম্নচাপ ও লকডাউনের জেরে কাজ বেশ কিছুটা হলেও ধীরগতিতে চলছে বলেই জানান মৃৎশিল্পীরা।

বর্তমানে করোনা সংক্রমণ লক ডাউনের ফলে এই বছর খুবই সমস্যায় পড়েছেন গত বছর মহাধুমধাম করে গণপতি পুজো হয়েছিল রানাঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বকুলতলায় এই বছর করোনা সংক্রমণ ও লক ডাউনে এই বছর নিয়মমেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপতি পুজো করা হবে পুজো হবে জানান উদ্যাক্তারা ।

Leave a Reply