রায়গঞ্জঃ দেশজুড়ে লকডাউন। আসন্ন পুজোগুলির জন্যও এখনও কোনও অর্ডার আসেনি মৃৎশিল্পীদের কাছে । তাই চরম আর্থিক সংকটে ভুগছেন তাঁরা। এই অবস্থায় মৃৎশিল্পীদের একাংশ এখন ঘর সাজানোর নানান উপকরণ তৈরিতে ব্যস্ত । তাঁদের আশা, এগুলির চাহিদা থাকবে। লকডাউন কেটে যাচ্ছে। এখন এই সামগ্রী কিনবেন মানুষজন। অন্যান্য বছর অনেক পুজো কমিটিই আগাম দুর্গা প্রতিমার অর্ডার দেয় । কিন্তু এবছর করোনার জেরে ছবিটা একদম আলাদা । রায়গঞ্জের পোটো পাড়ায় নেই কাজের চাপ । নেই ব্যস্ততা, নেই আনন্দ । লকডাউন পরবর্তী সময়ে এবছরের দুর্গাপুজোটা ঠিক কেমন হবে কেউ জানেন না । ফলে, আদৌ মূর্তি গড়ার বায়না তাঁরা পাবেন কি না সে নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে । আর এই আশঙ্কা থেকেই পরিবারের পেট চালাতে ঘর সাজানোর উপকরণ তৈরিতে হাত লাগিয়েছেন তাঁরা । রায়গঞ্জের মৃৎশিল্পী নান্টু পাল বলেন, “এবছরের এই আর্থিক সংকট দুর্গাপুজোর উপরও প্রভাব ফেলবে । তাই ঘর সাজানোর উপকরণ বানাচ্ছি ।”
