‘স্বচ্ছতাই সেবা’র মাধ্যমে গান্ধীজির ১৫‍০ তম জন্মদিন পালন

Social

গান্ধীজির জন্মদিন এবং তাঁর জন্মদিনে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি কে বাস্তবায়িত করতে ০১-১০-২০১৯ ও ০২-১০-২০১৯ দুদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করল- মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিট।

প্লাষ্টিক জাতীয় দ্রব্য মানুষের জীবন তথা পরিবেশকে নষ্ট করে চলেছে। নিজেদের সুবিধায় প্লাষ্টিকের ব্যবহার করতে গিয়ে নিজেরাই ক্ষতিকারক দিকগুলিই বহন করছি, যা ভবিষ্যৎ প্রজন্মের পথও রুদ্ধ করছে। প্রথমদিনে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশে প্লাষ্টিকের ক্ষতিকারক বিষয়গুলি সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত হল একটি সেমিনারের। যেখানে এবিষয়ে অডিও-ভিডিও উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুলি তুলে ধরেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মাননীয় সত্যজিৎ সামন্ত মহাশয়।এ প্রসঙ্গে বিস্তারিত অালোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মণ্ডল মহাশয়। এছাড়াও প্লাষ্টিক সচেতনতা বিষয়ক একটি প্রবন্ধ প্রতিযোগিতাও হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মাননীয় প্রধানশিক্ষক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ্য অর্পন করা হয়।ছাত্র-ছাত্রীদের নিয়ে পদযাত্রা করা হয় বিদ্যালয় পাশ্ববর্তী গ্রামে, এমনকি ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় স্বচ্ছ ভারত অভিযান চালানো হয়। যাতে ছাত্রছাত্রীদের সঙ্গে সক্রিয় ভূমিকা নেন মাননীয় অভিজিৎ ব্যনার্জী মহাশয়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।এলাকার মানুষ বিদ্যালয়ের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার অমিত কুমার মণ্ডল বলেন “প্লাস্টিক বর্জনের পাশাপাশি সামাজিক দিকেও নজর দিতে আমরা বদ্ধপরিকর”।