দৃশ্যমান দেবতার, ভয়ে ভক্তি করোনা ভুলে ঘরে ঘরে  মনসা পূজা

Social

মলয় দে, নদীয়া :হিন্দু শাস্ত্র মতে মনসা হলেন একজন সর্পদেবী। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্যলাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়।

সোমবার মনসা পূজা অনুষ্ঠিত হলো নদীয়া জেলার কৃষ্ণনগরের নীচের পাড়া বারোয়ারিতে। প্রতি বছর জাঁকজমক ভাবে পূজা হলেও এবছরে করোনা আবহাওয়া অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হলো এই পূজা। অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে মাইকের মাধ্যমে আগত পূণ্যার্থীদের করোনা বিষয়ে সচেতন করা হয়।

কোন কোন জায়গায় লক্ষ্য করা গেল ব্যান্ডপার্টি বাজনা সহ ঠাকুর আনতে যাওয়া। তবে, অন্যান্য উপাস্য দেবতার মধ্যে এই জ্যান্ত দেবতার উপাসনার কাছে করোনা ভীতি যে খুব একটা গুরুত্ব পায়নি তা বোঝাই গেল ভক্তবৃন্দদের ভক্তি দেখে। শহরে একটু কম চোখে পড়লেও নদীয়ার প্রায় প্রতিটি গ্রামে অনেকদিন বাদে উৎসবের চেহারা নিয়েছিলো গতকাল। একই দিনে পিতা শিবের উপাসনা এবং কন্যা মনসার উপাসনায় মাতোয়ারা ছিল সবাই।

Leave a Reply