নদীয়ার বেথুয়াডহরিতে শুরু হলো সারাবাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা

Social

মলয় দে নদীয়া:- ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নদীয়ার বেথুয়াডহরির দেশবন্ধু স্মৃতি পাঠাগার এর উদ্যোগে গৌরবময় ধারাবাহিক অনুষ্ঠান ৪২তম সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হলো । দেশবন্ধু মঞ্চে চলবে ২৪ শে ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাট‍্য সংস্থা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট বাচিক শিল্পী ও লাল পাহাড়ি দেশের গানের রচয়িতা অরুণ চক্রবর্তী মঞ্চে প্রদীপ জ্বেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বিভিন্ন নামিদামি নাট্য সংস্থা গুলি ।সমাপ্তির দিন তাদের পুরস্কার বিতরণ করা হবে। প্রেক্ষাগৃহে সর্তকতা মেনে সামাজিক দূরত্ব বিধি মেনে একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয় । নাকাশিপাড়া’র বিধায়ক কল্লোল খাঁ এই একাঙ্ক নাটক উদ্বোধনে উপস্থিত ছিলেন।এই নাটকের উদ্বোধনী পিতা পরম, সত্যি গল্প ও বরদা এই তিনটি নাটক মঞ্চস্থ করা হয়।

Leave a Reply