“সমাজ পরিবর্তনের স্বপ্ন” অঙ্গদানের সিদ্ধান্ত গ্রহন পরিবারের

Social

রমিত সরকার : বছর বত্রিশের সংগ্রাম ভট্টাচার্য।পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ।ভাটপাড়ার বাসিন্দা। ১৪ই আগষ্ট শুক্রবার কল্যানীতে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হলে ভর্তি করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। সেখানেই গতকাল তার ব্রেনডেথ হয়।
সংগ্রাম পেশাগত অবস্থানের জায়গায় সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতো।সেই স্বপ্নকে সম্মান জানিয়ে তার পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত গ্রহন করলো।
সংগ্রামের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে হাওড়ার নারায়ণা হাসপাতালে ভর্তি ১৭ বছরের কিশোরীর শরীরে। একটি কিডনি ও ত্বক যাবে এসএসকেএমে। আরেকটি কিডনি ও যকৃৎ প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালেই। কর্নিয়া যাবে দিশা চক্ষু হাসপাতালে। অঙ্গ প্রতিস্থাপনের জন্য তৈরি করা হবে দুটি গ্রিন করিডর।

Leave a Reply