মলয় দে নদীয়:-,স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হ্যাটট্রিকের হাতছানি নদীয়া জেলার শান্তিপুরের যুবক অনুপম সরকারের।
এর আগে স্টেপল পিনের চেইন বানিয়ে ও আপেলের বীজ দিয়ে দীর্ঘ মালা তৈরি করে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি অর্জন করে ভারতের মুখ উজ্জল করেছিল। তার তৃতীয় রেকর্ডের জন্য দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন শহীদ স্মৃতি অমরজ্যোতি জাওয়ান বানিয়ে আবারো গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর হ্যাটট্রিকের দোরগোড়ায় নিজের নাম নথিভূক্ত করার প্রয়াস শান্তিপুরের ওই যুবকের।
দীর্ঘ লকডাউন এর মধ্যে ঘরে বসে প্রায় দুই লক্ষ ৬০ হাজারেরও বেশি দেশলাইয়ের কাঠি দিয়ে গড়ে তোলেন এই শহীদ স্মৃতি অমরজ্যোতি জাওয়ান স্মৃতিসৌধ।
স্বাধীনতা দিবসের সকালে শান্তিপুর গোবিন্দপুরের তার বাড়ি থেকে রেলি মাধ্যমে রওনা দেন শান্তিপুরের চাকফেরা গোস্বামী বাড়ির অনুষ্ঠান মঞ্চে। এরপরে সরকারি পাঁচজন আধিকারিক দের নিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব উপস্থিত ছিলেন, নদীয়া জেলার রানাঘাট এসডিও হার্সিমরান সিং,শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ, শান্তিপুর হাসপাতালে সুপার ডক্টর জয়ন্ত বিশ্বাস, শান্তিপুর থানার সি আই জয়ন্ত লোধ চৌধুরী, একাধিক সরকারি আধিকারিকের সামনে উন্মোচিত হয় শহীদ স্মৃতি অমরজ্যোতি জওয়ান।