মলয় দে,নদীয়া :-আনিস, সুদীপ্ত স্বপন শইফুদ্দিনদের মতো প্রতিবাদী মুখ বন্ধ করার জন্য খুনিদের শাস্তির দাবিতে, ভাতা নয় কাজ চাই এবং চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে কলকাতার ধর্মতলায় আয়োজিত ইনসাফ সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছাত্র যুব রওনা দেয় আজ সকাল থেকেই।
তবে আগের সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো বামেদের ঐতিহাসিক জনসমুদ্র না হলেও, বর্তমান যুব আন্দোলনের অন্যতম মুখ মীনাক্ষী মুখার্জি র প্রতি ছাত্রদের ভরসা অগাধ। তাই বর্তমানের তৃণমূলের ছোট বড় মাঝারি নানান নেতৃত্ব দুর্নীতি প্রকাশ্যে আশায় , আরো একবার সাধারণ নাগরিকদের হাতে নিয়ে গণও আন্দোলন গড়ে তুলতে মরিয়া বাম শিবির। তবে নবান্ন অভিযানের মতন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা বোঝা যাবে আজকের ইনসাফ সভা থেকেই।
ছাত্র যুব নেতৃত্ব জানান, তারা প্রথম থেকে বলে আসছে তৃণমূল দলটি আপাদ মস্তক দুর্নীতিতে ভরে গেছে, তবে দোসর বিজেপির সাথে যদি কোনো গোপন সমঝোতা না হয়, তাহলে এই আন্দোলন হয়ে উঠবে সাধারণ মানুষের আন্দোলন। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণ একদিন মুখ খুলবেই, এবং তার ইতিমধ্যে শুরু হয়ে গেছে।