দেবু সিংহ, মালদা: মালদা জেলা দাবা সংস্থার উদ্বোধন করতে মালদায় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সোমবার সন্ধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় মালদা জেলা দাবা সংস্থার।
দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেবব্রত সাহা সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা।
সেদিন মালদা জেলার দাবা সংস্থার ১৪ জনের একটি কমিটি তৈরি করা হয়।
সংস্থার পেট্রোন করা হয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। সভাপতি হন দেবাশীষ তালুকদার। সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় রাজেশ গুপ্তাকে।
মালদা জেলা ক্রীড়া সংস্থার মুকুটে আরেকটি পালক জুড়লো দাবা সংস্থার মাধ্যমে।
জেলায় খেলার মানকে উন্নত করতে অন্যান্য খেলার পাশাপাশি দাবা খেলায় খুদেদের আকর্ষণ করার জন্য নতুন কমিটি তৈরি করা হয়। সংস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলে জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এদিন খুদে খেলোয়াড়দের সঙ্গে দাবা খেলে তাদের উৎসাহিত করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এর পাশাপাশি জেলা দাবা সংস্থার নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান তিনি।