নদীয়ার গয়েশপুরে ঝুলন উৎসবের সূচনা

Social

মলয় দে নদীয়া :- দু’বছর করোনা মহামারীর পর পরিস্থিতি স্বাভাবিক হতেই উৎসব প্রিয় বাঙালি মেতে উঠেছে ঝুলন উৎসবে। এদিন গয়েশপুর কাঁটা গঞ্জ কল্যান চক্রের ২২তম ঝুলন উৎসবের শুভ সূচনা হলো। এই বিশেষ মুহূর্তে প্রধান অতিথি ছিলেন গয়েশপুর পৌরসভার পুরো প্রধান সুকান্ত চ্যাটাজি ভাইস চেয়ারম্যান কৌশিক ঘোষ বিশিষ্ট সমাজ সেবক মানিক পাল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।

এদিন তাদের সংগঠন প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসূচনা করেন অতিথি বর্গ।এই উৎসব চলবে আগামী ৯দিন।

Leave a Reply