১৫ই আগস্ট এর আগে বাজারে তেরঙ্গা মাস্কের চাহিদা

Social

মলয় দে, নদীয়া:- ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস। প্রতিবছরই নেতাজির মূর্তিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করে থাকেন দেশের সমস্ত সরকারি, বেসরকারি, অফিস সহ অন্যান্য সংস্থা ও দেশের সাধারণ নাগরিকেরা।

এবছর করোনা ভাইরাস সংক্রমণের জেরে হয়তো শুধুমাত্র পতাকা উত্তোলন ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কাটছাঁট হবে।
তবুও এরই মধ্যে স্বাধীনতা দিবসের আগে মাস্ক কেনার ধুম দেশ তথা রাজ্যের সব জেলার মতন নদীয়াতেও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে।

ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন ব্যবসায়ীরা তাই এবারের পরিস্থিতি অনুযায়ী তাদের পসরা সাজিয়ে বসেছে, তেরঙ্গা মাস্ক নিয়ে। স্বাধীনতা দিবসের দিনে মুখে এই তেরঙ্গা মাস্ক ব্যবহারের  ইচ্ছার কথা জানাচ্ছেন দোকানে কিনতে আসা ক্রেতারা।

মাস্ক বিক্রেতা জানান খুব স্বল্প সময়ে নিয়ে আসা হয়েছে এই মাস্ক ,বিক্রির চাহিদাও রয়েছে বেশ। এখনো স্বাধীনতা দিবসের কয়দিন বাকি থাকলেও তিরঙ্গার রঙের বিভিন্ন মাস্ক বিক্রি বেড়েছে। তবে ক্রেতাদের এই তেরঙ্গা মাস্ক কেনার যা ধুম লক্ষ্য করা যাচ্ছে খুব শীঘ্রই দোকানে আরো মাস্ক মজুদ রাখার জন্য কলকাতা ছুটতে হবে এমনটাই জানান পাইকারি বিক্রেতা বা দোকানদারা।

Leave a Reply