রায়গঞ্জঃবিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। এদিন ইটাহার হাই স্কুল মাঠে ইটাহার ব্লক প্রশাসনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যাক্তিদের স্বাগত জানানো হয়। প্রদীপ প্রজ্বলন ও বিরসা মুন্ডা, সিধু ও কানহুর ছবিতে মাল্য প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা শাসক অববিন্দ কুমার মিনা, ইটাহারের বিধায়ক অমল আচার্য সহ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়ালা ও রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ সদর মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ সহ অনেকে। এদিনের অনুষ্ঠানে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় জেলায় যে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরা ভালো ফল করেছে, তাদের সংবর্ধনা জানানো হয়। এছাড়া সবুজ সাথীর সাইকেলও বিলি করা হয়েছে। রাজ্যের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানি ও উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান, আজকে বিশ্ব আদিবাসী দিবস গোটা উত্তর দিনাজপুর জেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ইটাহারে। আজকে মূলত আদিবাসী মানুষদের রাজ্য সরকার নানান বিষয়ে উন্নয়ন মূলক কাজ সহ নানান সুযোগ সুবিধা প্রদান করেছে সেই বিষয়ে তাদের অবগত করা হলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।