সোশ্যাল বার্তা: বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ হুগলী জেলার আয়োজনে হুগলী জেলার মগড়া ব্লকের দিগশুই গ্রামে বনমাধুরী তে ২৫ শে মার্চ অনুষ্ঠিত হোলো বসন্ত উৎসব।
ওরে গৃহবাসী খোল দ্বার খোল গানের মধ্য দিয়ে দিগশুই গ্রামে বসন্ত পরিক্রমার শেষে
প্রদীপ জ্বালিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের ভারত কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচিক ও নৃত্য শিল্পী স্বাতী ব্যানার্জী দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ গৌতম গুপ্ত এবং হুগলী জেলার সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা ব্যানার্জী ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। একক সংগীতে অংশগ্রহণ করেন মিমি রুমা গোপা মজুমদার অরুন্ধতী দত্ত সাগরিকা মজুমদার রুমা হালদার শিল্পী সরকার সংহিতা চ্যাটার্জী আবৃত্তিতে অংশগ্রহণ করেন দেবনিষ্ঠা জানা শ্রাবণী ভুঁইয়া স্বাতী ব্যানার্জী দাস সমবেত সংগীত পরিবেশন করেন রবিতীর্থ চন্দননগর সমবেত নৃত্য পরিবেশন করেন শ্রীরামপুরের পায়েল নৃত্য শিক্ষা কেন্দ্র ও স্বরগঙ্গার শিল্পীবৃন্দ । বিকেল থেকে সন্ধ্যা কাটলো দিগশুই গ্রামের তপশিলি ও তপশিলি উপজাতি বাসিন্দাদের সাথে ।
ছোট ছোট বাচ্চা থেকে বিশেষত তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শত শত মানুষের উপস্থিতিতে হুগলী জেলার বসন্ত উৎসব সফল এবং সার্থক আয়োজন । দিগশুই গ্রামের মানুষের দাবী আগামী বছর আরো বড় করে অনুষ্ঠান করতে হবে আমরাও আপনাদের সাথে থাকবো । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবনিষ্ঠা জানা ও শর্মিষ্ঠা ব্যানার্জী ।