সোশ্যাল বার্তা : সারা দেশ জুড়ে চলছে করোনার দাপট। করোনা ঠেকাতে সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন রকম কর্মসূচি । শারীরিক দুরত্ব বজায় রাখতে রাজ্যে নতুন করে নির্দিষ্ট কিছু দিনে চলছে লকডাউন ।
নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেশনের পাশে রয়েছে জনা ২৫ ভবঘুরে কিন্তু ভবঘুরেদের কি হবে ? সাধারণ মানুষের দেওয়া খাবারেই চলে এদের পেট। এই সমস্ত ভবঘুরেদের দুপুরের খাবার দিতে এগিয়ে এলো কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ ।
মানুষ কে ছুঁয়ে হৃদয়ের উষ্ণতা নিয়ে
স্পর্শ মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে । তেমনই গত বুধবার ২৯ শে জুলাই ২০২০ থেকে স্পর্শের দপ্তর থেকে শুরু হলো নিত্যদিনের কমিউনিটি কিচেন । রান্না করার খাবার প্রত্যহ পৌঁছে দেওয়া হচ্ছে স্টেশন সংলগ্ন ভবঘুরে মানুষের কাছে ।
সাংগঠনের সম্পাদক মলয় দাস বলেন “বতর্মানের এই করোনা পরিস্থিতিতে জীবন ধারণে মাথা গোজার জন্য ওনারা স্থান পেয়েছেন রাস্তার ধারের ফুটপাত । তাদের মুখে প্রত্যহ দুপুরের খাবার তুলে দেবার জন্য স্পর্শের এই কমিউনিটি কিচেন । সবার সহযোগীতায় এগিয়ে যাবে এই কমিউনিটি কিচেন ।
ভবঘুরেদের সঙ্গে কথা বলে জানা গেল রাতের দিকেও প্রতিনিয়ত খাবার দিয়ে সহযোগীতা করছে চাপড়া মানব কল্যাণ সংস্থা নামে আরো একটি সেবামূলক সংগঠন ।