ব্যাঙ্কের সামনে থেকে মোটর বাইকের ডিকি ভেঙে টাকা লুঠের অভিযোগ

Social

রায়গঞ্জঃ দিনদুপুরে মোটর বাইকের ডিকি ভেঙে চার লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে এক দুষ্কৃতী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর বাজারে। অভিযোগ, এক যুবক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইসলামপুর শাখা থেকে ওই টাকা তুলে একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে অন্য একটি কাজের জন্য আসেন। সেখানে একটি দোকানে যেতেই পিছন ফিরে দেখেন তাঁর বাইকের ডিকি ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি তিনি ইসলামপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় আগডিমতিখুন্তি গ্রাম পঞ্চায়েতের বানিয়াহাট এলাকার সাব্বির আলম নামের ওই যুবক জানান, তার বাইকের ডিকির ভিতরে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল। তাদের চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে টাকাটা তুলেছিলেন তিনি। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে তিনি তা মোটর বাইকের ডিকিতে ঢুকিয়ে রাখেন। তাকে সম্ভবত কেউ অনুসরণ করছিল বলে অনুমান তাঁর। শুক্রবার দুপুরের এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে ইসলামপুর থানার পুলিশ। তবে প্রকাশ্যে আচমকা এধরনের টাকা লুটের ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

Leave a Reply