নিউজ সোশ্যাল বার্তা : মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার মির্জাপুরের বাসিন্দা ইকমিলা বিবির গর্ভস্থ ভ্রূণ হঠাৎ নষ্ট হয়ে যায় ও ভর্তি হন . ডায়মন্ড নার্সিং হোম বেলডাঙায় । তার রক্তের গ্রুপ বি (+) পজেটিভ । দরকার হয় রক্তের । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর ব্লাড ব্যাংক থেকে ডোনার যোগাড় করার পরামর্শ দেওয়া হয় । শেষ অবধি EBS গ্রুপের মুর্শিদাবাদ জেলার সম্পাদক নাজিমুল হকের সহযোগিতায় ও গ্রুপ মেম্বারদের ঐকান্তিক প্রচেষ্টায় রক্ত জোগাড় হয় । রক্ত দান করেন মুর্শিদাবাদের জেলার হরিহরপাড়া থানার বারুইপুর গ্রামের ব্যবসায়ী রুবায়েত হোসাইন । এ প্রসঙ্গে রুবায়েত হোসাইন বলেন “সন্তান-সম্ভবা মায়ের বিপদের দিনে যদি পাশে থাকতে না পারি তাহলে মানুষ হিসেবে জন্ম নেওয়াই বিফল বলে মনে হয় । তাই যখনই খবর পাই সঙ্গে সঙ্গে চলে আসি রক্ত দিতে । এখন নিজেকে হালকা লাগছে, মনে হচ্ছে কিছুটা হলেও সমাজের জন্য করতে পারলাম” । রক্ত মেলায় স্বস্তিতে ইকমিলা বিবির পরিবার ।
