প্রীতম ভট্টচার্য্য,নদীয়া : জলের রঙ নীল,আকাশের রঙও নীল, গাছের রঙ সবুজ, আর বসন্তের রঙ?
বসন্তের নানা রঙে রাঙাতে আজ ৬ ই মার্চ ২০২০ নদীয়া জেলার সেচ্ছাসেবী সংগঠন সেভ জলঙ্গীর আয়োজনে এক অভিনব কর্মসূচী গ্রহন করা হয় “বসন্তে নদী বাঁচুক” ।
বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা নদীর পাড়ে হাতে এঁকে দিলো নদী বাঁচানোর বার্তা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের নিয়ে ছিলো জল পরীক্ষার কর্মসূচী, ছিলো টুসু কে কেন্দ্র করে ধামসামাদল সহকারে নৃত্য, অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষকে নিয়ে নদী বাঁচানোর শপথবাক্য পাঠ।
সমস্থ স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি, উপস্থিত ছিলেন কৃষ্ণনগর শহরের কৃষ্ণনাগরিকেরা । এছাড়াও মুকবধির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো।মহিলাদের অলংকারেও ছিলো নদী বাঁচানোর ডাক। বসন্তে সকল মানুষের উপস্থিতি দূষিত জলঙ্গী নদী কে বেরঙীন থেকে রঙীন করে তুললো।”
সেভ জলঙ্গি (নদী সমাজ) এর যুগ্ম সম্পাদক শ্রী শঙ্খ শুভ চক্রবর্তী বলেন
“গোটা বিশ্ব আজ পরিবেশ দূষণের শিকার। পৃথিবী থেকে বিলুপ্তির পথে একের পর এক প্রজাতি, শুকিয়ে যাচ্ছে নদী-নালা-খাল-বিল। পরিবেশের প্রতি ভালোবাসা ও সচেতনতা অন্যতম হাতিয়ার হতে পারে দূষণের বিরুদ্ধে লড়াইয়ে। এই বিষয় কে মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী গড়ার কাজে প্রত্যক্ষভাবে যুক্ত করতে আজকের এই কর্মসূচি”।