নিউজ সোশ্যাল বার্তা : আগামী নভেম্বরের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত একটানা ধর্ণা বিক্ষোভের ডাক দিয়েছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচারস এসোসিয়েশান বা বিজিটিএ। এই ধর্ণা কর্মসূচী’র খুঁটিনাটি খতিয়ে দেখতে ও ভবিষ্যৎ আন্দোলনের রুপরেখা তৈরী করতে আজ শনিবার ২৬ শে নভেম্বর কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুলে অনুষ্ঠিত হয় বিজিটিএ রাজ্য কমিটির এক বিশেষ জরুরী সভা। এই সভাতে পশ্চিম বঙ্গের প্রতিটি জেলা থেকে নির্বাচিত রাজ্য কমিটির মেম্বার রা অংশ নেন।
সভায় টিজিটি স্কেলের ব্যাপারে সরকারের মনোভাবের কড়া সমালোচনা করেন প্রতিটি বক্তা।সেখানে টিজিটি আন্দোলন নিয়ে আরো কড়া মনোভাব দেখানোর সীদ্ধান্ত নেওয়া হয়। আজকের মিটিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজিটিএ সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য বলেন, ” আমাদের আন্দোলন সর্বাত্মক হবেই, কারন সরকার আমাদের মত হাজার হাজার গ্র্যাজুয়েট টিচারদের বঞ্চনার কথা আদৌ ভাবছে না। আমরা দীর্ঘ দিন ধরে শিক্ষা মন্ত্রকের নানা দপ্তর, শিক্ষা মন্ত্রী- এমনকি মাননীয়া মুখ্যমন্ত্রী’র সাথে দেখা করে আবেদন নিবেদন করে আসছি যে আমাদের জন্য নির্ধারিত পে স্কেল আমাদের দেওয়া হোক সাথে সরকারী স্কুলগুলির মত কেরিয়ার এডভ্যান্সমেন্ট স্কিম! কিন্তু সরকার আমাদের আবেদনে আদৌ কর্ণপাত করেনি। এমন কি এই সংক্রান্ত মামলায় মহামান্য হাইকোর্ট রীট অফ ম্যান্ডামাস জারী করে আমাদের পাওনা মিটিয়ে দিতে বললে ও তা উপেক্ষা করে একটা অর্থহীন পে কমিশন প্রকাশ করে এই সরকার। কিন্তু আমাদের দাবী তে আমরা অনড়,তার জন্য যতদুর যেতে হয় যাব। আমরা মনে করি এই পরিস্থিতিতে আন্দোলন ই একমাত্র আমাদের দাবী পুরন করতে পারে।” তাকে ধর্না পরবর্তী কর্মসূচী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান, শুধু বলেন, “অনেক কিছুই ঘটবে, দেখতে থাকুন খবর পাবেন।” সভা শেষে বিজিটিএ যুগ্ম কোষাধ্যক্ষ শ্রী স্বপন কুমার মণ্ডল বলেন,” টিজিটি আন্দোলন কে আরো শক্তিশালী করতে জেলার সংগঠনগুলিকে ঢেলে সাজানো হয়েছে। আমরা কিছুতেই সরকারকে ছেড়ে কথা বলব না, সরকার কেই আমাদের বঞ্চনা মেটাতে হবে, মানতে হবে হাই কোর্টের রায়ও! তাই আমরা আমাদের ধর্ণা মঞ্চ থেকে সরকার কে আমাদের সাথে আলোচনার আহবান জানাবো, সরকারের তরফ থেকে সাড়া না পেলে , আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব !”