সোশ্যাল বার্তা: বাসুদেব কুন্ডু বাড়ি কৃষ্ণনগর, মালো পাড়া ক্যান্সার আক্রান্ত তার গতকাল শনিবার জরুরী ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন হয় খবর পান সাধারণ মানুষের জন্য বিনামূল্যে কাজ করা প্রচেষ্টা গ্রুপের সম্পাদক সুমন ভৌমিক । গ্রুপের তরফ থেকে যোগাযোগ করা হয় শুভজিৎ বোস এর সঙ্গে। ফোন করে ডাকা মাত্র নদীয়া জেলার শক্তিনগর ব্লাড ব্যাংকে তিনি আসেন ও রক্তদান করেন শুভজিৎ ।
একদিকে লক ডাউন অন্যদিকে করোনা সংক্রমণ সাধারণ মানুষের মনে প্রভাব ফেলেছে । ফলে বর্তমানে রক্তদান শিবিরের সংখ্যা খুব কম। রোগীদের রক্তের জোগান দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলি । রাজ্যের পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় হচ্ছে রক্তদান শিবির ।
এমন ভাবে রক্তদান করতে দেখে হঠাৎ করে কিছু মানুষ সুমনবাবুর কাছে ছুটে আসেন এবং তার কাছে কান্নাকাটি শুরু করে, তাদের রোগীদের এক ইউনিট করে রক্তের জোগানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সুমন বাবু সবাইকে আশ্বাস দেন।একে একে গ্রুপ রেজিস্টার মিলিয়ে যাদের যে গ্রুপের রক্ত লাগবে সেই মোতাবেক ফোন করা শুরু করেন।
প্রচেষ্টা গ্রুপের সম্পাদকের ফোন পাওয়া মাত্র একে একে চার জন রক্তদাতা ব্লাড ব্যাংকের সামনে উপস্থিত হন এবং তাদের মূল্যবান রক্তদান করে রোগী এবং রোগীর পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হন।
রক্তদাতারা হলেন শুভজিৎ বোস,ইন্দ্রজিৎ সিংহ রায়, উজ্জল ভান্ডি এবং প্রচেষ্টা গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য অনুদেব মিত্র । একজনের বাড়ি নাকাশিপাড়া বিল্লগ্রাম চলে আসেন মোটর সাইকেল করে বাকিরা কৃষ্ণনগরের বাসিন্দা ।
রোগীর পরিজনদের পক্ষ থেকে প্রচেষ্টা গ্রুপের সমস্ত রক্তদাতাদের ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয়। মানুষকে সাহায্য করার অদম্য ইচ্ছা এবং তাদের মানবিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে ।
এই প্রসঙ্গে প্রচেষ্টা গ্রুপের সম্পাদক সুমন ভৌমিক বলেন ” প্রচেষ্টা গ্রুপ সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে এবং করে যাবে । সবার কাছে অনুরোধ নিজের আত্মীয়স্বজনদের রক্তদান করার জন্য উৎসাহিত করুন । আপনাদের দেওয়ার রক্তে বাঁচবে মুমূর্ষু রোগীর প্রাণ” ।