সোশ্যাল বার্তা: সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অন্তর্গত রসিকপুর গ্রামে ব্লক কৃষিদপ্তরের উদ্যোগে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পে কৃষকদের উন্নত প্রজাতির বীজ ধান তুলে দেওয়া হলো।
এদিন রসিকপুর সহ টুলিয়া,লহন্ডা গ্রামের ৩০০ কৃষককে তুলে দেওয়া হয় উন্নত বীজধান ছাড়াও বীজ শোধনের ঔষধ ও কীটনাশক ঔষধ।
এদিন এই বীজ ধান বিলি কর্মসূচীতে উপস্থিত ছিলেন তমলুক ব্লকের সহকৃষি অধিকর্তা সৌমিত্র বর,পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর,কৃষিকর্মাধ্যক্ষ প্রশান্ত সিংহ সহ ব্লকের একাধিক কৃষি আধিকারিকরা।
কৃষিআধিকারিক সৌমিত্র বাবু জানান,জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পে ৩০০ কৃষককে উন্নত পর্যায়ের রীজধান ও কীটনাশক ঔষধ দেওয়া হল।পরবর্তী পর্যায়ে কৃষকদের প্রশিক্ষনের ব্যবস্থা থাকবে।এচাড়াও কৃষকদের মাঠেগিয়ে কৃষকদের যাবতীয় কৃষিবিষয়ক সমস্যা ঘটলেই পাশে থাকবে কৃষিদপ্তর।সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয় এই বীজ ধান।