মলয় দে, নদীয়া :-পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে নদীয়া জেলার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই বিশ্বাস, নদীয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
এদিনের রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এর পর স্বর্গীয় তৃণমূল নেতা অজয় দের প্রতিকৃতিতে মাল্যদান ও ডক্টর বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এছাড়াও রক্তদান শিবিরের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু বলেন আজ ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৯তম জন্ম দিবস উপলক্ষে এই দিনটিতেই পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এছাড়াও এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে কভিড যোদ্ধাদের সংবর্ধনা জানানো হবে। যেমন ডাক্তার, নার্স, সাফাই কর্মী, আশা কর্মী, এরা প্রত্যেকেই করোনা আবহের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবায় কাজ করেছে তাই তাদের কোভিড যোদ্ধা হিসেবে সংবর্ধনা জানানো হয়।