সোশ্যাল বার্তা : নদীয়া জেলার হাঁসখালী ব্লকের বগুলার সন্নিকটস্থ গৌরনগর গ্রামের শুভঙ্কর মন্ডল । বগুলা পূর্বপাড়া হাই স্কুল থেকে এবছরে মাধ্যমিক পাশ করলো । মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৬০ বা ৯৪.২৮ শতাংশ । নুন আনতে পান্তা ফুরোনোর মত অবস্থা পরিবারটির । শুভঙ্করের বাবা শিবু মন্ডল দিনমজুর, কোনক্রমে চলে সংসার । বাড়িতে ভাঙা টিনের ঘর । বড় হয়ে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায় সে । আশার আলো সরকারের পক্ষ থেকে তাদের বাড়িতে দেওয়া হচ্ছে একটি আবাস যোজনার ঘর।
শুভঙ্কর জানায় তার এই সাফল্যের পিছনে রয়েছেন তার বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এছাড়াও কিছু স্বহৃদয় ব্যক্তি ।
শুভঙ্করের মা মনিকা মন্ডল জানান- অনেক সময় ছেলের বই,খাতা কিনতেই কষ্ট হয় । আগামী দিন ছেলে বিজ্ঞান নিয়ে পড়তে চায় । সংসার চালানোই কঠিন তারপর ওর পড়াশোনা, তবুও যতটা পারি করে যাব আমরা।
এছাড়াও রিয়া সরকার বগুলা গার্লস স্কুল থেকে মাধ্যমিকে ৬১৯ নম্বর পেয়ে নজির গড়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো রিয়া চোখে দেখতে পায় না। রিয়ার মা পড়তেন আর রিয়া শুনে শুনে পড়া মুখস্থ করত, আবার কখনো পড়া ফোনে রেকর্ড করে পরে সেটা ফোনে চালিয়ে শুনে শুনে পড়া মুখস্থ করত।
শুক্রবার এই কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দিল বগুলার ভাত ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে সুব্রত বিশ্বাস জানান ” শুভঙ্করের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে । আগামী দিনেও ওর পড়াশোনার জন্য সংগঠনের পক্ষ থেকে যতটা আমরা পারব সাহায্য করব “।