ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল সাড়ে তিন বছরের নদীয়ার ঐশান্যা

Social

মলয় দে নদীয়া:- বয়স মাত্র সাড়ে তিন বছর। ইতিমধ্যেই একটি রেকর্ডের অধিকারী নদিয়ার কল্যাণীর ঐশান্যা হালদার। একরত্তি মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা-মা।

বাবা ব্যাংক কর্মী। মা গৃহবধূ। মায়ের কাছেই পড়াশুনার হাতেখড়ি একরত্তি মেয়েটির। তাকে নিয়ে ব্যস্ততায় একফোঁটা হুঁশ নেই তার। অরুনাভ হালদার ও অনিমিতা হালদারের একমাত্র মেয়ে ঐশান্যা। মেয়ের সম্পর্কে বলতে গিয়ে অনিমিতা বলেন, ঐশান্যা ইন্ডিয়া বুক অফ রেকর্ড করে ১১ টি বিষয়ে।

ঐশান্যা ৪৮ সেকেন্ডে ১৫ টি জাতীয় প্রতীক, ২মিনিট ৫৮ সেকেন্ডে ৩৪টি পশুর ডাক নকল সহ বেশ কয়েকটি বিষয়ে ১মিনিটেরও কম সময়ে চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলে সে।

যদিও মেয়ের এই কৃতিত্বের পিছনে স্ত্রীর অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে জানান ঐশান্যার বাবা অরুনাভ হালদার।
কল্যাণী পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরুনাভবাবু। ঐশান্যার রেকর্ডের খবর পেয়ে বাড়িতে এসে ছোট্ট শিশুটির পাশে থাকার আশ্বাস দেন ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা বসু।

যদিও এইসবে হেলদোল নেই ঐশান্যার। সে রয়েছে তার মুডেই। বড় হয়ে মানুষের মত মানুষ হোক ঐশান্যা,একটাই প্রার্থনা বাবা মায়ের।

Leave a Reply