গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী এক রিকশা ভ্যান চালক

Social

দ‌েবু সিংহ,মালদা‌-‌গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী এক রিকশা ভ্যান চালক। সোমবার সন্ধের দিকে বাড়ির বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পরে ইলিশবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মৃতের নাম ফিরেন মণ্ডল(‌৪৫)‌। ইংরেজবাজার শহরের আমজামতলায় বাড়ি তাঁর। স্ত্রী দীপালি মণ্ডল ও ৩ মেয়ে নিয়ে ছিল তাঁর সংসার। স্ত্রী অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। এদিন সন্ধের দিকে মেয়েরা টিউশনি পড়তে যায়। স্ত্রী পরিচারিকার কাজে ছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। কী কারণে তিনি আত্মঘাতী হলেন, পরিবারের লোকেরা কিছু জানাতে পারেন নি।

Leave a Reply