মলয় দে, নদীয়া:- মেলা মানে মিলন ক্ষেত্র । আর সেই মেলায় যারা দোকানী তারা সকলকে আনন্দ দেয়, বতর্মানে তারাই নিরানন্দে। কথায় আছে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়! দীর্ঘ লকডাউনে সামান্য কিছু পুঁজি তাও ভেঙ্গে খেয়ে ফেলেছেন মেলার দোকানদার দোকানিরা।
ফুচকা, জিলিপি ,বাদাম, আইসক্রিম, পাঁপড়ের মতো খাদ্যদ্রব্য বা বেলুন , হরেক মাল, ঘর সাজানোর টুকিটাকি, খেলনা, গৃহস্থালির উপকরণ বেচা মানুষগুলো আজ বড়ই অসহায়।
গতকাল শান্তিপুর পৌর প্রশাসক সহ অনেকের কাছে লিখিত আকারে তাদের সহযোগিতার আবেদন পত্র জমা পড়েছে ।
তারা জানান মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ স্থায়ীভাবে না হোক সাময়িক যদি কয়েক মাসের জন্য ভাতার ব্যবস্থা করেন তাহলে হয়তো বেঁচে যাবে এই পরিবার গুলি।