মুর্শিদাবাদের সাগরদিঘীতে মিলবে বিলুপ্ত প্রজাতির আমের চারা তৈরি হচ্ছে ম্যঙ্গো পার্ক

Social

রমিত সরকার: এইবছর করোনা ও আমফানের ফলে ক্ষতি হয়েছে ফসল ও ফলের ।

তবে মুর্শিদাবাদের আমের সুনামকে ধরে রাখতে এক নতুন প্ররিকল্পনা গ্রহন করা হয়েছে । জেলার সাগরদিঘীর ধামুয়ায় ১৬ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে ম্যাঙ্গো পার্ক। সেখানে নার্সারি তৈরী করে ২০০ টি প্রজাতির আমের চারা লাগানো কাজ শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী, এরই মধ্য ৪৫০টি গাছ লাগানোও হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সাব ট্রপিকাল হর্টিকালচারের প্রযুক্তিগত সহায়তায় এখান থেকেই বিলুপ্ত প্রজাতির আমের চারা তৈরী করে বিভিন্ন জায়গায় অাম চাষের জন্য দেওয়া হবে বলে জানা যায়। একই সঙ্গে এই ম্যঙ্গো পার্ককে ঘিরে আমের প্রদর্শনী , আম থেকে তৈরী বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রয় কেন্দ্র ও একটি অতিথিশালাও গড়ে তোলার কাজ শুরু হয়েছে ।

Leave a Reply