ক্ষতিকারক পার্থেনিয়াম নিধনে নদীয়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

Social

মলয় দে নদীয়া :নদীয়া জেলার  সেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর প্রয়াস এর উদ্যোগে শুক্রবার পার্থেনিয়াম নিধনে একটি কর্মসূচির আয়োজন করা হয় তিলিপাড়া ঘাট স্ট্রিট এলাকাতে ।  পার্থেনিয়াম থেকে শ্বাসকষ্ট হাঁপানি সহ বিভিন্ন প্রকার চর্মরোগ হার্টের সমস্যা সৃষ্টি হয়।

মূলত এই ফুলের রেণু মারাত্মকভাবে শ্বাসকষ্ট সৃষ্টি করে। তাই সংগঠনের সদস্যবৃন্দ সম্পূর্ণ প্রযুক্তিগত দিক থেকে সাবধানতা অবলম্বন করে প্রথমেই পার্থেনিয়াম গাছ গুলির উপর মেট্রাবুজিন প্রয়োগ করে গাছগুলোকে নিষ্ক্রিয় করে এবং গাছগুলো থেকে নতুন গাছের সৃষ্টি যাতে না হয় সেই কারণে নির্দিষ্ট স্থানে গর্ত করে গাছগুলোকে গর্তে চাপা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে একজন সদস্য জানান – সারা বছর ধরেই চলে তাদের সেবা কাজ । আগামী দিনগুলোতে ও তারা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবেন ।

Leave a Reply