ত্রাণ বন্টনে মি: ইন্ডিয়ার ভূমিকায় স্বেচ্ছাসেবী সংগঠন ভ্রমর

Social

নিউজ সোশ্যাল বার্তা: যে দান করে সে দাতা আর যে ছবি তোলে বিজ্ঞাপনদাতা। কথাটা খুব চলছে। সত্যি কি তাই? ভাবনার বিষয়। ভ্রমরের কান্ডকারখানা দেখা গেলো ভিন্ন পথে হেঁটে। দান ও হল বটে আবার ছবিও উঠলো। কিন্তু ভীষণ অন্যরকম। কে দিচ্ছে? প্রশ্ন আছে? উত্তর নেই? কারণ ছবিতে তার লেশ মাত্র নেই। আবার কাদের দিচ্ছে। প্রমাণ আছে বটে। কিন্তু কোনো উত্তর নেই। কারণ ছবিতে তাদের ও মুখমন্ডলী অন্তর্হীন।

ভাবুন তাহলে কথাটি কি যুক্তিযুক্ত?উত্তর আপনাদের দোরগোড়ায়।

আজকে নদীয়া জেলার কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভ্রমর গিয়েছিলো তাদের ত্রাণসামগ্রী নিয়ে নদীয়ার দোগাছী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্ষীরপুলি আদিবাসী গ্রামে । ৬০ টি পরিবারের হাতে ওনারা তুলে দিলেন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ভিড় এবং জমায়েত যাতে না হয় তাই ওনাদের বার্তা ছিল-
” নয় লাইন নয়
বসুন ঘরে
আমরা যাচ্ছি আপনাদের দোরে দোরে”।

এই প্রসঙ্গে ভ্রমরের তত্ত্বাবধায়ক সুদীপ সরকার বলেন ” আমরা চাইছিলাম কাজ ও হবে আবার শারীরিক দূরত্ব থাকবে। কিভাবে? তাই আমরা সিদ্ধান্ত নি কোনো আড়ম্বর নয় কোনো লাইন নয় বাড়ি বাড়ি গিয়ে আমরা দিয়ে আসবো। সাথে সাথে মেম্বার দের উদ্দেশ্যে ও বার্তা রয়েছে। তারা তাদের বাড়ির কাছাকাছি যাদের দেখবে প্রয়োজন রয়েছে তাদের নিজেরা গিয়ে দিয়ে আসবে। এই সময় নয় দল বেঁধে কাজ করার বরং অল্প সংখ্যাতে কাজের গুরুত্ব পাক। তাতে কাজ হবে ক্ষুদ্র। কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু গড়ে উঠবে”।

Leave a Reply