নদীয়ার শান্তিপুরে ইয়ার গান দিয়ে হনুমানকে গুলি করে খুনের অভিযোগ  এলাকাবাসীর

Social

মলয় দে, নদীয়া:-নদীয়ার শান্তিপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের বাইগাছি এক নম্বর রামগোপাল সেন স্ট্রিট এলাকায় আজ সকালে একটি প্রাপ্তবয়স্ক হনুমানের মৃত্যু হয়।

ওই এলাকার সত্য রঞ্জন দাস এর বাড়ির পাশে গলির মধ্যে হনুমানের বিকট চিৎকারে দূর থেকে সকলে ছুটে এসে দেখেন একটি হনুমান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে। তার কিছুক্ষণ আগেই অবশ্য সকলেই শুনেছে একটি এয়ারগান থেকে ফায়ারিংয়ের শব্দ এবং শব্দটি খুব নিকট থেকে এসেছে । যেদিক থেকে এসেছে সেই দিকে একমাত্র একজনের কাছে এয়ারগান আছে সেটা এলাকাবাসী জানেন।

তাদের দাবি ওই এলাকার কাপড় ব্যবসায়ীর ছেলের সুতোর দোকান আছে। সে মাঝে মাঝে ওই বন্দুক নিয়ে বাহাদুরি দেখিয়ে বেড়ায়। শুক্রবার সকালেও সেই এই ঘটনা ঘটিয়েছে।

ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা গেছে সকাল থেকেই। বনদপ্তর খবর দেওয়ার সাথে সাথে অতি তৎপরতার সঙ্গে এসে মৃত হনুমানটিকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যান। তবে প্রাথমিকভাবে অনুমান ডান বগলের নিচে একটি ক্ষত পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্ট এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হবে বলে জানা যায় বনদপ্তর সূত্রে।

Leave a Reply