মলয় দে, নদীয়া :-রেললাইনের মেরামতির জন্য শনিবার রাত ১০ টা থেকে রবিবার ভোর ৬ টা অর্থাৎ ৩রা সেপ্টেম্বর থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত শিয়ালদহ মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বাতিল হচ্ছে এক জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, দু’টি শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।
শুধু তাই নয়, রেলের এই কাজের প্রভাব পড়বে বারাকপুর-নৈহাটি সেকশনেও। সংশ্লিষ্ট সেকশনে আপ ও ডাউন লাইনে ২ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। ৩১১৯১ নম্বরের নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকালের সময়সূচি বদল করেছে রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অন্যান্য দিন ট্রেনটি ভোর ৪টে ১০ মিনিটে ছাড়ে কিন্তু ওই দিন ট্রেনটি নৈহাটি থেকে ভোর ৫টা ১২ মিনিটে ছাড়বে। রেল সূত্রের খবর, শিয়ালদহ-নৈহাটি সেকশনে অগ্রাধিকারের ভিত্তিতে কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিয়ালদহ শাখায় অন্যতম ব্যস্ত এই শাখা । প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ৮ ঘণ্টা ডাউন লাইনে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রেখেই কাজ করা হবে। রেল কর্তারা জানান, নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে বলে ।