সোশ্যাল বার্তা : বতর্মানের করোনা আবহ বা কোভিড ১৯ স্তব্ধ করে দিয়েছে সাধারণ মানুষের জনজীবন। গতকাল ছিল ৪ঠা শ্রাবণ । প্রতি বছরের মতো পালিত হলো সাহিত্যিক ,কবি ও নাট্যকার, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন ।
নদীয়া জেলার এই কৃতি সন্তানের জন্মদিনে অন্যান্য বছর সারাদিন হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । এবছরে করোনা নামক অতি মহামারীর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি বললেই চলে যা হয়েছে তাও অনলাইনে বলে জানালেন স্টেশন রোডের দ্বিজেন্দ্র পাঠাগারের সম্পাদক স্বপন মৈত্র।
সকাল বেলায় দ্বিজেন্দ্র পাঠাগার, কবির জন্ম ভিটে, কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে মাল্যদান করা হয় দ্বিজেন্দ্র পাঠাগার, রেলওয়ে বিভাগ, কৃষ্ণনগর ঐকতান ও দিশারীর পক্ষ থেকে ।
এছাড়াও সংস্কৃতি প্রেমী কৃষ্ণনাগরিক, অধ্যাপক , শিক্ষক-শিক্ষিকারা সহ অন্যান্যরা লকডাউনের নিয়ম মেনেই শারীরিক দূরত্ব বজায় রেখে কবির স্মৃতিসৌধটিতে মাল্যদান ও ধুপকাঠি প্রজ্বলনের প্রক্রিয়া সম্পন্ন করেন । কিছু সময়ের জন্য হলেও মুখরিত হয়
“ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা … ।
আজকের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন “কৃষ্ণনগর ঐকতান” এর পক্ষে অরিন্দম দেব জানান- দ্বিজেন্দ্রলাল রায় কৃষ্ণনগর শহরের ঐতিহ্য । তাঁর প্রতি সম্মান জানাতে জন্ম ভিটে সংরক্ষণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন । কিছু দিনের মধ্যেই তারা এই অংশটির মেরামতির কাজে হাত দেবেন । রেল বিভাগের সঙ্গে তাদের কথাও হয়েছে । লকডাউন উঠে গেলেই এলাকাটি সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি জানান ।