মলয় দে নদীয়া :- গতকাল বনমহোৎসব এর শেষ দিনে রানাঘাট মহকুমা হাসপাতালে বৃক্ষরোপন অনুষ্টান অনুষ্টিত হলো। এই বৃক্ষরোপন অনুষ্টানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক হরসিমরান সিং , পৌর প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় ,মহকুমা সুপার শ্যামল কুমার পরে সহ বিশিষ্ট ব্যক্তি গণ ।
মহকুমা হাসপাতালে বৃক্ষ রোপন করেন মহকুমা শাসক ,পৌর প্রশাসক ,ও মহকুমা হাসপাতালের সুপার । বৃক্ষরোপন হাসপাতালের বিভিন্ন জায়গায় লাগানো হবে। সবুজায়ন করার জন্য বেশী করে গাছ লাগানো হবে বলে জানালেন হাসপাতালের সুপার ।