নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় কাটিলায় জাতীয় যুব দিবসে বহুমুখী অনুষ্ঠান

Social

বাবু হক,হাওড়া: হাওড়া জেলার রাজাপুর থানার কাটিলা প্রভা নারায়ন ভবনে নেহেরু যুব কেন্দ্র হাওড়ার আর্থিক সহযোগিতায়. কাটিলার ভারত সেবা ব্রতী মহাসংঘের আয়োজনে ১৫ই জানুয়ারী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় যুব দিবসে আয়োজিত হলো , পর্যায়ক্রমে নানান ধরনের অনুষ্ঠান।

মহাসংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রদীপ কুমার ঘোড়ই জানান জাতীয় পতাকা উত্তোলন নানা শিক্ষা ও সচেতনতা মূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন স্বামী বিবেকানন্দ ও ওম শ্রী সত্য সাঁই এর প্রতিকৃতি সহ বর্ণাঢ্য পথ পরিক্রমা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আলোচনা আঁকা পুরষ্কার বিতরন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন, ব্লিচিং পাউডার ছড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপন করা হয় বলে জানান।

আয়োজনে আজকের অনুষ্ঠান পরিচালনা করেন ঝর্না গায়েন, জোস্না অধিকারী, অভিষেক কয়াল , শ্রী কান্ত গোঁড়া, তৃষ্ণা গুছাইত প্রমুখ ।আলোচনায় অংশ নেন প্রাক্তন সেনা কর্মী নারায়ন চন্দ্র মেটা , শেখর অধিকারী, ডাঃ প্রবীর চন্দ্র প্রধান সঙ্গীতা পাল, অমিতাভ সিংহ রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন। পর্যায়ক্রমে কয়েক শতাধিক সমাজের বিভিন্ন স্তরের নারী ও শিশু কিশোর পুরুষ উভয়েই উপস্থিত ছিলেন, অংশ গ্রহণ করেন ।আলোচনা সভায় উপস্থিত আলোচকগন বিভিন্ন ধরনের তথ্য সহ আলোচনা করেন যুব ও সমাজ সেবা সম্পর্কে ।

Leave a Reply