মন্দির নগরী: বিষ্ণুপুর (দ্বিতীয় পর্ব)

Social

বিকাশ চক্রবর্তী : বিষ্ণুপুর পোড়ামাটির কাজে সমৃদ্ধ মন্দিরগুলোর জন্য বিখ্যাত হলেও, পোড়ামাটির কাজ মূলতঃ টিকে আছে, বিষ্ণুপুরের কাছে পাঁচমুড়া গ্রামে। বিষ্ণুপুর থেকে 25 কিলোমিটার দূরে এইগ্রামে পঞ্চাশ ষাট ঘর কুমোর এই শিল্প এখনো বাঁচিয়ে রেখেছেন।

আঠালো মাটির সাথে খড়কুটো, তুষ মিশিয়ে কাদামাটি তৈরী করা হয়, তারপর, কাদামাটি দিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় বস্তু এবং শিল্পবস্তু বানিয়ে, তাতে এক বিশেষ ধরনের হলুদ মাটির প্রলেপ দিয়ে, আগুনে পোড়ানো হয়।

এখানকার পোড়ামাটির ঘোড়া এবং হাতি খুব জনপ্রিয়। স্থানীয় মানুষেরা অবশ্য এই ঘোড়াগুলোকে দেবতার উদ্দেশ্যে মানতের জন্য ব্যবহার করেন।

ঘর সাজানোর জন্য পোড়ামাটির কাজগুলো এককথায় অসাধারণ।

(চলবে)