মলয় দে, নদীয়া:- সুদক্ষ প্রশাসক হিসেবে খেয়াল রাখেন সবদিকেই। দুষ্টের দমন শিষ্টের ভগবানরুপী নদীয়ার শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ লকডাউন শুরুর প্রথম থেকে কোচবিহার , দিনাজপুর সহ ভিন জেলা থেকে শান্তিপুর ফুলিয়া এলাকায় পেশার তাগিদে আসা তাঁতিদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা, পরিযায়ী শ্রমিকদের জবকার্ড প্রদানের মাধ্যমে কাজের ব্যবস্থা, কনটেইনমেন্ট জোনে গৃহবন্দি হওয়া কর্মহীন মানুষের খাদ্যের যোগান দিতে পৌঁছে গেছেন স্থানীয় প্রধান, উপপ্রধান, মেম্বারদের নিয়ে।
অন্যদিকে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা পৌঁছানো, আবার দুর্নীতি দমনে কঠোর হয়ে টাকা ফেরতের ব্যবস্থা করা সবটাই বিচক্ষণতার সঙ্গে সামলান সদা কর্মচঞ্চল এই মানুষটি।
আজ শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত রায়পাড়া কনটেইনমেন্ট জোনে ২৭ টি পরিবারের হাতে তুলে দিলেন এক সপ্তাহের খাদ্য সামগ্রী। সাথী হিসেবে ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান শোভা সরকার, উপপ্রধান সাধনা বিশ্বাস
স্থানীয় মেম্বার হোসেন শেখ বিডিও অফিসের বিভিন্ন বিভাগীয় গুরুত্বপূর্ণ পদাধিকারীরা।