রমিত সরকার: লক-ডাউন এবং ঘূর্ণিঝড় আমপানের ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন অনেকেই । সেই সমস্ত প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
ঠিক এরকমই ভাবেই হুগলী জেলার স্টুডেন্ট হেলথ হোম এগিয়ে এসেছে এই সমস্যা জর্জরিত প্রান্তিক মানুষ এবং দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পাশে।
হুগলী জেলার চুঁচুড়ার হেলথ হোম চিকিৎসা পরিষেবার পাশাপাশি লক-ডাউনে বিপর্যস্ত প্রান্তিক পরিবারের শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছেন। যার নাম দেওয়া হয়েছে ‘আনন্দভোজ’। মেনুতে ছিল ভাত ডাল, তরকারী, চাটনি, মিষ্টি । আর তাই নিয়েই হাজির হয়েছেন তারা প্রান্তিক মানুষের সেবায় । দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রী এবং এলাকার মানুষ এই খাবার ও ব্যাবস্থাপনায় যথেষ্ট খুশি।