দেবু সিংহ,মালদা: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, শনিবার সকালে ভ্রাম্যমান রক্তদান শিবির এর শুভ সূচনা হয়। অতুল মার্কেট শহর বিজ্ঞান কেন্দ্র থেকে।
রক্তদান করে শিবির এর শুভ সূচনা করেন জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল,ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার সম্পাদক সুনীল দাস । শিবিরে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক সন্তোষ দে, ভারত স্কাউটস্এন্ড গাইডস্ মালদা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা , সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সদস্য সুরজিৎ মন্ডল, ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুতীর্থ নন্দী মহাশয় প্রমুখ। ৩০ জন রক্তবন্ধু অতুল মার্কেটে ভ্রাম্যমাণ বাসে রক্ত দান করেন।