বিরল গ্রুপের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচালো যুবক

Social

নিউজ সোশ্যাল বার্তা : মুর্শিদাবাদ জেলার কালমেঘার বাসিন্দা সুজাতা হালদারের দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ভর্তি হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে । তার রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা কমে যাওয়ায় চিকিৎসক পরামর্শ দেন রক্ত দেওয়ার জন্য । কিন্তু তার রক্তের গ্রুপ AB (-) নেগেটিভ। হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় ওই মুহূর্তে ওই গ্রুপের রক্ত মজুত নেই । ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তের ডোনার জোগাড় করার পরামর্শ দেওয়া হয় । কিন্তু সুজাতা হালদারের পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও ডোনার জোগাড় করতে ব্যর্থ হয় । বিষয়টি নজরে আসে মুর্শিদাবাদ জেলা এমার্জেন্সি ব্লাড সার্ভিসের (EBS) সম্পাদক নাজিমুল হকের । নাজিমুল হকের  মাধ্যমেই মুর্শিদাবাদের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আওয়াল শেখ এগিয়ে আসেন রক্ত দিতে । সুজাতা হালদারের জন্য ব্যস্ততা থাকলেও সমস্ত কাজ ফেলে চলে আসেন ও রক্ত দান করেন আওয়াল শেখ । স্বস্তি পায় সুজাতা হালদারের পরিবার । এ প্রসঙ্গে নাজিমুল হক বলেন “মানুষ হিসেবে একে অপরের সাহায্য করা উচিত । আমাদের EBS গ্রুপের লক্ষ্যও তাই । ধর্ম, বিদ্বেষ ভুলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই মহান কাজে ব্রতী হতে হবে। সুজাতা হালদারের পরিবারের পক্ষ থেকে মাননীয় নাজিমুল হক , রক্তদাতা আওয়াল শেখ ও EBS গ্রুপের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানানো হয় ।