সোশ্যাল বার্তা : নন্দীগ্রামের চন্ডিপুর নন্দীগ্রাম রোড লাগোয়া রতনপুর বাজারে চুরি হল একটি সোনা দোকান এবং মুদি দোকান। সূত্রে খবর রাত্রে দোকানের শাটার ভেঙ্গে ২টি দোকান থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
এখন যা দেখা যাচ্ছে নন্দীগ্রামে দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে কার্যত চ্যালেঞ্জ নিয়ে চুরি করা শুরু করেছে। কারণ গত মাসেই একই কায়দায় নন্দীগ্রামের মহেশপুর বাজারে সোনা দোকান এবং সারের দোকান চুরি হয়। তারপরেই কয়েকদিন আগে নন্দীগ্রামের তিরপেখিয়া থেকে কয়েকটি দোকান চুরি হয় আর তার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ চুরির মাল সমেত চোরকে পাকড়াও করে। আবারো চুরি গতকাল মধ্যরাতে নন্দীগ্রামের রতনপুর বাজারে। এ যেন চোর পুলিশ খেলা চলছে। তবে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনায় তদন্ত করে চোরকে পাকড়াও করার চেষ্টা করছে।