অশোকনগর -কল্যাণগড় পৌরসভা অধীনস্ত আশ্রাফাবাদ গভঃ কলোনীর একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক আগে মারা গেছেন এবং বর্তমানে বেশ কয়েকজন এই জ্বরে আক্রান্ত হয়েছেন বলা যায় আশ্রাফাবাদ গভঃ কলোনী ডেঙ্গু জ্বরের আঁতুর ঘরে পরিণত । ভয়াবহ এই জ্বরের প্রসার রুখতে ও এলাকায় সচেতনতা বাড়াতে এবং পৌরসভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ সেবার ব্রত নিয়ে এগিয়ে এলেন “স্বদেশহিতৈষী”-র কর্ণধার, আশ্রাফাবাদেরই হেমলতা কাঞ্জিলাল। তাঁর কর্মোৎসাহে সাহায্য করতে এগিয়ে এলেন এলকার আরও এক অবসর প্রাপ্ত প্রবীন শ্রী কিশোর পান্ডে, শ্রী বাপ্পা কাঞ্জিলাল, শ্রী রবিন সর্দার ও শ্রী দেবাশীষ মজুমদার সহ অন্যান্যরা ।
বিস্তীর্ণ এলাকার বেশিরভাগ জাগায় চললো মশা নিধনের তেল স্প্রে করণ এবং ডেঙ্গু জ্বরের সচেতনা প্রসারে লিফলেট বিলি।