দেবু সিংহ ,মালদা: আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব হয়ে গেল মালদায়। তালাশ, সিনে সেন্ট্রাল কলকাতা ও ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে মালদায় ৩ বছর ধরে হয়ে আসছে। এবার মালদার শিশুদের অভিনিত ছবি দেখানো হয়েছে। স্বল্প দৈর্ঘের এমন ৭টি সিনেমা দেখানো হচ্ছে বলে জানা গেছে। ১৪-২২ বছর বয়সের মধ্যে ২৫জন রয়েছে। শিশুদের ভাবনা, তাদের লক্ষ্য, তাদের চলার পথে সমস্যাগুলি তুলে ধরা হয়েছে ছবিতে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ইউনিসেফ-এর কমিউনিকেশন স্পেশালিস্ট মৌমিতা দস্তিদার বলেন,‘আমরা ১৯ বছর ধরে আন্তর্জাতিক জলচ্চিত্র উৎসব করে আসছি। গত ৩ বছর ধরে মালদায়, এখানকার শিশুদের নিয় করে আসছি। এবার এখানকার ২৫জন শিশুর তৈরি ৭টি স্বল্প দৈর্ঘের ছবি প্রদর্শিত হচ্ছে।’