রায়গঞ্জঃ চালু হয়েও মেরামতের অভাবে বন্ধ রয়েছে ইসলামপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লিটি। ইসলামপুর পুরসভা পরিচালিত ইসলামপুর সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়ে রয়েছে। ফলে বর্ষার দিনে কাঠ দিয়েই দাহ করা হচ্ছে মৃতদেহ। এই বৃষ্টিতে চরম সমস্যায় দাহ করতে যাওয়া শ্মশান যাত্রীরা।
গত ৩ জুলাই থেকে এই পরিষেবা বন্ধ রয়েছে। ফলে অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। অচল চুল্লি কবে মেরামত করা হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই চুল্লি নির্মাণ করা হয়েছিল। ইসলামপুর সতীপুকুর বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মূলত বৈদ্যুতিক চুল্লি গুলির কয়েল খারাপ হয়ে যাওয়ার ফলেই পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। বন্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট আটটি মৃতদেহ কাঠ দিয়ে দাহ করা হয়েছে এবং আজ মাইকিং করে পরিষেবা বন্ধের বিষয়ে ইসলামপুরবাসিকে জানিয়ে দেওয়া হবে বলে জানান সতীপুকুর শ্মশানের কর্মী কিরণ বিশ্বাস।
ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়ালা জানিয়েছেন, চুল্লিটি খারাপ হয়েছে তা ঠিক করানো হবে। ইলেকট্রিক মেশিনের পার্টস, খারাপ হয়েছে সেটি ঠিক করতে বলা হয়েছে। খুব শীঘ্রই তা করা হবে ।