বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ! নিজেদের জীবন রক্ষায় রক্ষাকালীর উপরেই ভরসা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের

Social

মলয় দে নদীয়া :- শারীরিক রোগ মুক্তির বিভিন্ন ঔষধ উপাদান বিক্রেতাদের ওপরে ক্রেতার ভরসা করে থাকলেও, সেই মেডিকেল রিপ্রেসেন্টেটিভ দের জীবন রক্ষার ভরসা রক্ষা কালী মাতা এমনই দৃশ্য দেখা গেল নদীয়ার কৃষ্ণনগরে।

সমগ্র নদীয়া জেলা জুড়ে বিশেষত কৃষ্ণনগর সদর মোড়ে চিকিৎসা সংক্রান্ত জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের আগমন ঘটে সদর মোড়ে পেট্রোল পাম্পের কাছাকাছি। সেখানে একান্ত আলাপচারিরা চা খাওয়া এবং সাময়িক অবসর কাটানো। সেখান থেকেই জন্ম প্রগাঢ় বন্ধুত্বের, একে অন্যের খোঁজ নেওয়া।

জানা যায় চলতি বছরের মধ্যেই, কেউবা হারিয়েছেন করোনায় প্রাণ, কারোর বা মৃত্যু জলে ডুবে, কেউ আবার মৃত্যুবরণ করেছেন কার্ডিয়াটিক কারণে। বেশ কয়েকটা গুরুতর পথ দুর্ঘটনায় হাত-পা ভেঙেছেন অনেকেই। একের পর এক বিপদ থেকে রক্ষা পেতে তাই হয়তো বিজ্ঞানের এই নবদূতদের বিশ্বাস জন্মেছে রক্ষাকালী মাতায়। যেমন ভাবা তেমন কাজ, রীতিমতন ঘটা করে স্থানীয় দোকানদার পথ চলতি সাধারণ মানুষ এবং নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা কালী মাতার প্রসাদ বিতরণ।

মধ্যরাত পর্যন্ত চললো পুজো পার্বণ , ঢাক বাজানো, অবশেষে বিসর্জন। উদ্যোক্তাদের মধ্য থেকে তন্ময় ভট্টাচার্য্য বলেন এই বছরই প্রথম ,তবে আগামী বছর কিভাবে এগোনো হবে তা সকলে বসেই ঠিক করা হবে।

Leave a Reply