মলয় দে নদীয়া :- নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশের গেদে সীমান্ত লাগোয়া তারকাঁটার ওপারে ভারতের সীমানায় প্রতিদিনের ন্যায় চাষ করতে গিয়েছিলেন গেদে দক্ষিণপাড়ার দরিদ্র কৃষক রামপ্রসাদ মন্ডল (৪৯) । তিনি গেদে সীমান্তের ৩২ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের ২৩ নম্বর গেটে এন্ট্রি করে একজোড়া বলদ নিয়ে গিয়েছিলেন সোমবার সকাল আটটা পনেরো নাগাত জমিতে চাষ করতে । আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ কৃষক প্রতিদিনের ন্যায় বলদ জোড়া রেখে গেটে খাবার নিতে যান । খাবার নিয়ে এসে দেখেন বলদ জোড়া উধাও । কৃষক রামপ্রসাদ বাবু আশপাশের জমিতে খোঁজাখুঁজি করেও জোড়া বলদ গরুর কোন সন্ধান না পেয়ে গেটের কর্তব্যরত বিএসএফকে জানাই ঘটনাটা । ২৩ নম্বর গেটের বিএসএফ আধিকারিক গেদের কোম্পানি কমান্ডার কে জানাই পুরো ঘটনাটি ।এরপর গেদে কাম্পের বিএসএফের আধিকারিক বাংলাদেশে বিজিবির সঙ্গে যোগাযোগ করে । দুই দেশের প্রশাসনিক একটা বৈঠক হয় ।কৃষক তার বলদের কোন সন্ধান পাননি । এরপর কৃষক রামপ্রসাদ মন্ডল বিএসএফ আধিকারিক কে সমস্ত ঘটনাটি লিখিত আকারে অভিযোগ জানান । পাশাপাশি কৃষ্ণগঞ্জ থানার আইসি , কৃষ্ণগঞ্জের বিডিও , স্থানীয় বানপুর পঞ্চায়েতের প্রধান কে ঘটনা লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন রামপ্রসাদ বাবু । আজ মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত খোয়া যাওয়া জোড়া বলদ গরুর কোন সন্ধান পাননি কৃষক । ফলে চিন্তায় রয়েছেন রামপ্রসাদ বাবু । স্থানীয় বাসিন্দা সুকান্ত বিশ্বাস বলেন বিএসএফ তৎপরতার সঙ্গে দুই দেশের মধ্যে প্লাগ মিটিং করেছে । বিএসএফ চেষ্টা করছে কৃষককে চাষের বলদ গরু ফিরিয়ে দেওয়ার । এ ব্যাপারে স্থানীয় বানপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পম্পা সেন বিশ্বাস বলেন আমরা বিএসএফ কে বলেছি আপনারা দ্রুততার সঙ্গে যেভাবেই হোক নিখোঁজ হয়ে যাওয়া বলদ ফিরিয়ে আনার চেষ্টা করুন। ।