সোশ্যাল বার্তা : দেশ তথা রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । করোনা সংক্রমণ ঠেকাতে উদ্যোগ নিল সিপিআই(এম) কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি । তাদের সহযোগীতায় এগিয়ে এসেছে ছাত্র – যুবরা । প্রথম দিকেও তারা এই কাজে সামিল হয়েছিলেন ।
গতকাল রাখি বন্ধন উৎসবের দিনে দ্বিতীয় বারের মত নদীয়ার কৃষ্ণগঞ্জ, মাজদিয়া, তারকনগর বাজার , ব্যাংক পোস্ট অফিস, এ.টি.এম অফিস সহ বিভিন্ন জায়গায় চলে স্যানিটাইজ করার কাজ।
স্যানিটাইজ করার সাথে সাথে করোনা সতর্কতার লিফলেট বিতরন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশ, এস এফ আই (কৃষ্ণগঞ্জ)এর সভাপতি পার্থ মন্ডল , অতুনু মুখার্জী, উজ্জ্বল সরকার, সুমন সরকার, সন্তু প্রমানিক,নিত্যানন্দ সিংহ রায়, পিনাকী মজুমদার সহ অন্যান্যরা ।
উল্লেখ্য করোনা কালীন পরিস্থিতি মোকাবিলায় কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় ১৫০০ পরিবার এর ত্রাণ, কমিউনিটি কিচেন ,থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দান করেছে।
এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশ জানান ” সানিটাইজেশন কর্মসূচি করার মধ্য দিয়ে মানুষের মধ্যে সচেতনতাবোধ বাড়ে । সংক্রমণ যাতে না ঘটে তাই এই উদ্যোগ । চেষ্টা করছি অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে “।তিনি আরোও বলেন “আমরা সরকারে নয়,আমরা দরকারে আছি, সবার সুস্থতা কামনা করি “।